ঢাকার সাভার উপজেলায় ৯তলা ভবনের ছাদ থেকে পড়ে রাজিয়া সুলতানা(১৪)নামের এক কিশোরী গৃহকর্মী মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ।
এরআগে,মঙ্গলবার (০৩ আগস্ট) রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা আর কে টাওয়ার নামের বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু সংবাদ এলাকাবাসী পুলিশ কে জানালে পুলিশ পৌছে লাশ উদ্ধার করে। নিহতের বিস্তারিত পরিচয় এখনো পায়নি পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এস আই) ওবাদুল ইসলাম জানান, গতকাল রাতে নিহতের মরদেহ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজিয়া আত্নহত্যা করেছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসচ্ছে।
পুলিশ আরও জানান পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।