ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
গলাচিপার সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন আর নেই
সঞ্জীব কুমার সাহা গলাচিপা (পটুয়াখালী )সংবাদদাতা

পটুয়াখালীর গলাচিপার সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ)মোঃ জামাল হোসেন আর আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

তিনি আজ সকাল ৭ঃ৩০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । তিনি গত কয়েক দিন যাবৎ করোনা রোগে ভুগতেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলিপুর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে।তার এই অকাল প্রয়ানে প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে রূহের মাগফেরাত কামনা  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ ছাড়াও  গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার( ভূমি),উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন।

x