ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
দেশে ফিরলেন টেস্ট জয়ী মুমিনুল-সাদমানরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হারারে টেস্ট বিশাল ব্যবধানে জয়ের স্বস্তি নিয়ে জিম্বাবুয়ে থেকে ফিরে এসেছেন বাংলাদেশের টেস্ট দলের ছয় ক্রিকেটার। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান টেস্ট স্পেশালিস্ট তারকারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ জানিয়েছে মুমিনুল-সাদমানদের ফেরার খবর। ওয়ানডে দলের প্রস্তুতিতে সহায়তার জন্য দুই পেসার আবু জায়েদ ও ইবাদত হোসেনকে জিম্বাবুয়েতে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ছাড়াও ঢাকায় ফেরা ক্রিকেটাররা হলেন-সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী ও নাঈম হাসান।

জিম্বাবুয়ে সফরে সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

টাইগারদের সামনে রয়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। এরইমধ্যে সাদা বলের ক্রিকেটার আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরা হারারে গিয়ে দলের সঙ্গী হয়ে অনুশীলন শুরু করেছেন।

১৬ জুলাই হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে। ভিসা জটিলতায় এখনো জিম্বাবুয়ে যেতে পারেননি টাইগার পেসার রুবেল হোসেন।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া শামীম পাটোয়ারিও অপেক্ষায় রয়েছেন জিম্বাবুয়ের বিমানে ওঠার। তরুণ ব্যাটসম্যান রয়েছেন শুধুমাত্র টি-টুয়েন্টি দলে।

x