ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
টাঙ্গাইলে চোরাই রাবার ও মদসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
মো.শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ১৪৭০ কেজি চোরাই রাবার ও ৫০ লিটার চোলাই মদসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১১জুলাই) সকালে সদর উপজেলার মাদারজানী থেকে চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শাহজাহান শিকদারের ছেলে আজাহার শিকদার এবং সদর উপজেলার কলেজপাড়ার শুকলাল রবিদাসের মেয়ে ফুলকুমারী। চোলাই মদের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, মধুপুর উপজেলার ধরাটি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭০ কেজি চোরাই রাবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৪ হাজার টাকা।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে রবিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিয়মিত মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

x