চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
৯জুলাই শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ,এএসআই গোলাম মহিউদ্দিন, জামসেদ ও আঃ রাজ্জাকসহ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শহীদ উল্লাহ (৫৫)কে আটক করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।