ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০২:১১ অপরাহ্ন
কাউনিয়ায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করলেও মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। গ্রেফতার-জরিমানা উপেক্ষা করে তুচ্ছ অজুহাতে ঘর থেকে বের হয়ে আসছেন তারা। কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে পাড়া-মহল্লায় দোকানপাটও খুলেছে। রাস্তার মোড়ে মোড়ে দেখা গেছে তরুণদের আড্ডা। কিছু কিছু এলাকায় যানজটও চোখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রংপুরের কাউনিয়ায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) বিতরণ শুরু করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।

আজ (৬ জুলাই )মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ১৬৬ জন পরিবহন মটর শ্রমিক ও কাউনিয়া রেলওয়ে স্টেশন মাঠে ৩৫ জন কুলি ও ক্ষুদ্র দোকানদারদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহিমনা তারিন, সহকারি কমিশনার (ভূমি) মো: মেহেদি হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আঙ্গুরা বেগম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার আলী, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো: মাসুমুর রহমান, সাংবাদিক সারওয়ার আলম মুকুল, ইউনিয়ন পরিষদ সচিব আকমার হোসেন সহ আরও অনেকে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও ইউএনও তাহিমনা তারিন গণমাধ্যমকর্মীদের জানায়, পর্যায়ক্রমে দিনমজুর, রিকশাচালক, মুচি, হোটেল কর্মীসহ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) বিতরণ করা হবে।

x