ঝিনাইদহ কোটচাঁদপুরে কঠোর লকডাউন ও বিধিনিষেধের আজ (৬ ই জুলাই) মঙ্গলবার দিন যতই বাড়ছে সড়কে বেড়ে চলেছে ব্যক্তিগত গাড়ি,রিকশা ও মানুষ। নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন।কঠোর লকডাউনের শুরুর দিকের তুলনায় আজ বলুহরষ্ট্যান্ড, মেইন বাসষ্ট্যান্ড, কলেজষ্ট্যান্ড,ও বাজারের ভিতর পায়রাচত্বরসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়।
ব্যক্তিগত গাড়ি রিকশা ও কিছু মানুষের সংখ্যা বেশি।দেশব্যাপী কঠোর লকডাউনের ,সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশের বিধি-বহির্ভূতভাবে বিভিন্ন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, পৌর ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান লিটন এর নির্দেশনায় সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ফাঁড়ির পুলিশ।করোনা সংক্রমণ প্রতিরোধে পৌর শহর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউন প্রবেশদ্বারে চেকপোস্ট পরিচালনা ও তল্লাশি কার্যক্রম,জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।