শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তরুণ ফুটবলারদের আয়োজনে আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৫ টায় ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ,
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাসেদুজ্জামান বাড়ী,
পৃষ্ঠপোষকতায় ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উদ্বোধন শেষে নাহিম রাজ্জাক এমপি ভেদরগঞ্জ আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত হয়।