ঢাকা, মঙ্গলবার ২১ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
মেসির বার্সা ছাড়ার খবরে সুয়ারেজের আবেগঘন বার্তা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লা লিগা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া বেতনসীমার কারণে অনেক চেষ্টা করেও লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। গত বৃহস্পতিবার আচমকা বার্সা-মেসি বিচ্ছেদের খবরে গোটা বিশ্ব যখন স্তম্ভিত, তখনই মাঠে নেমে পড়ে পিএসজি।

মেসিকে পেতে আগ্রহী ক্লাবের তালিকাটা বেশ লম্বা হলেও আর্থিক সামর্থ্যের দিক থেকে পিএসজি সবার চেয়ে এগিয়ে।

এদিকে মেসির বার্সা ছাড়ার খবরে আপ্লুত হয়ে পড়েছেন তার সবচেয়ে প্রিয় বন্ধু উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

তেমনটিই হওয়ার কথা। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় ভিড়েন সুয়ারেজ। এর পর মেসির সঙ্গে ক্যাম্প ন্যুয়ে কাটিয়েছেন টানা ৬ বছর। কত জয়-পরাজয় আর অর্জনে মেসির সঙ্গী ছিলেন তিনি। সুয়ারেজের বার্সা ছাড়ার ঘটনাটিও সুখকর ছিল না মোটেই।

অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদানের আগে প্রচণ্ড কেঁদেছিলেন মেসিকে ছেড়ে যাওয়ার দুঃখে।

মেসিকে পেতে আগ্রহী ক্লাবের তালিকাটা বেশ লম্বা হলেও আর্থিক সামর্থ্যের দিক থেকে পিএসজি সবার চেয়ে এগিয়ে।

এদিকে মেসির বার্সা ছাড়ার খবরে আপ্লুত হয়ে পড়েছেন তার সবচেয়ে প্রিয় বন্ধু উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

তেমনটিই হওয়ার কথা। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় ভিড়েন সুয়ারেজ। এর পর মেসির সঙ্গে ক্যাম্প ন্যুয়ে কাটিয়েছেন টানা ৬ বছর। কত জয়-পরাজয় আর অর্জনে মেসির সঙ্গী ছিলেন তিনি। সুয়ারেজের বার্সা ছাড়ার ঘটনাটিও সুখকর ছিল না মোটেই।=

অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদানের আগে প্রচণ্ড কেঁদেছিলেন মেসিকে ছেড়ে যাওয়ার দুঃখে।

এবার প্রিয় বন্ধুরও একই দুঃখ অনুভব করছেন, তা সুয়ারেজের চেয়ে বেশি আর কেউ অনুভব করতে পারবেন না।

সেসব কথা লিখেই এক আবেগঘন পোস্ট দিলেন সুয়ারেজ।

ইনস্টাগ্রামে দেওয়া সুয়ারজের সেই পোস্ট পাঠকের জন্য তুলে ধরা হলো—

‘বন্ধু, বার্সেলোনায় যে গল্প তুমি লিখেছ, জানি তা বলার জন্য হাজারও শব্দ আছে। যে ক্লাবে তুমি বেড়ে উঠেছ, যে ক্লাবকে তুমি ভীষণ ভালোবেসেছ এবং ইতিহাসের সেরা হওয়ার আগ পর্যন্ত যে ক্লাবটির হয়ে তুমি জিতেছ অনেক, অনেক শিরোপা।’

সুয়ারেজ আরও লিখেছেন— ‘লিভারপুল ছেড়ে আসার সময় তুমি যেভাবে আমাকে বরণ করে নিয়েছিলে, তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। কী দারুণ মানুষ তুমি। বার্সেলোনায় হাজারও দারুণ মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে পেরে গর্বিত এবং তোমার সঙ্গে খেলতে পেরে ভাগ্যবান আমি। আন্তরিকভাবে চাই— তোমার এবং তোমার পরিবারের সঙ্গে ভবিষ্যতে যেটা হবে, সেরাটাই হোক। ভীষণ ভালোবাসি তোমাকে।’

Leave a Reply

Your email address will not be published.

x