ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সিলেট-৩ আসনে উপনির্বাচন: ৬ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

সিলেট-৩ আসনে উপনির্বাচনে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দুজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

জানা যায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন লোমার প্রার্থীতা বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার ৪ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

তিনি জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোন তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন লোমা’র দাখিলকৃত মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।

x