ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

একমাত্র ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথায় কুঠার দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মোংলা কুজুরের মৃত্যু হয়।

রংপুরের মিঠাপুকুরে ঘুমন্ত অবস্থায় মোংলা কুজুর নামে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে জীবন কুজুরের বিরুদ্ধে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে শনিবার (১২ জুন) দুপুরে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বপাড়া আদিবাসীপল্লীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জীবন কুজুর পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিবাসিপল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোংলা কুজুর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি পারিবারিক বিষয়ে বাবা ও ছেলের মধ্যে মনোমালিন্যের হয়। ঘটনার দিন শুক্রবার বিকেলে মোংলা কুজুর নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় তার একমাত্র ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথায় কুঠার দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মোংলা কুজুরের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আসামি জীবন কুজুর পলাতক রয়েছে।

x