ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সীমিত পরিসরে ১৩ জুন থেকে খোলা থাকবে রাবির সকল অফিস
ভাস্কর সরকার (রাবি প্রতিনিধি)

আগামী ১৩ জুন (রবিবার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর সকল অফিস সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি এবং ২০২০-২০২১ অর্থবছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের সুবিধার্থে, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সময়ে অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে, ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ি প্রয়োজনীয় কার্য পরিচালনা করবেন।

x