ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হকের জানাযা অনুষ্ঠিত
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

বরেণ্য ব্যক্তিত্ব ভাষাসৈনিক, শিক্ষক, সমাজসেবী ও বীরমুক্তিযোদ্ধা,

রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত  উপদেষ্টা মন্ডলীর সদস্য , মীর আনিসুল হক পেয়ারার আজ (৩১ মে ) সোমবার সকাল ১১.১০ মিনিটে রংপুরের মাহিগঞ্জ শাহী মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।

মরহুম পেয়ারার শেষ বিদায়ে রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন

সংগঠনের সভাপতি মোঃ সাফিউর রহমান সফি এবং  সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুমের জানাযার নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রংপুরের ববিপাড়া, রথবাড়ী রোড,  মাহিগঞ্জ কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের দাফন কার্য সুসম্পূর্ণ হয়।

উল্লেখ্য,বরেণ্য ব্যক্তিত্ব ভাষাসৈনিক ও বীরমুক্তিযোদ্ধা, রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য , মীর আনিসুল হক পেয়ারা  গতকাল (৩০ মে) রবিবার আনুমানিক বিকাল  ৫ : ৩০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

x