রংপুর মহানগরীর ৩ নং ওয়ার্ড পান্নারদিঘি শিরিন পার্কমোড়ে আজ (২৯ মে) শনিবার সন্ধ্যা ৭.১০ মিনিটে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক,
রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল করোনার প্রার্দূভাবের কারণে ব্যবসায়ীদের খোঁজ খবর নেয়ার জন্য তাদের সাথে এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
রংপুর মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল বলেন, আগামী ২০২২ সালের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মননীত প্রার্থী কে নৌকার মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য ৩ নং ওয়ার্ডের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । তিনি আরো বলেন, সকলে মাক্স পড়বেন এবং সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
এই সময় উপস্থিত ছিলেন লিপু খন্দকার, জেনারেল ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সজিত সরকার,সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা ইমন। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আনিসুর রহমান ব্লু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ লিপন,কোষাধ্যক্ষ, বাদশা আলমগীর সহ অনেকেই।
উক্ত মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতা, জেনারেল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক সজিত সরকার বলেন, আসুন আধুনিক পরিকল্পিত রংপুর সিটি কর্পোরেশন গড়তে ২০২২ সালের মেয়র নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার মেয়র প্রার্থীকে নির্বাচিত করি।