স্টাফ রিপোটার, ঈদগাঁও: কোডিড ১৯ এ ক্ষতিগ্রস্থ কর্মহীন,দু:স্থ, অসহায় দের মাঝে খাদ্য সহায়তা (ফুড প্যাকেজ) প্রদান করা হয়েছে কক্সবাজারে।
১২ মে সকাল এগারটায় রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা অফিস উদ্যোগে ৪ শতাধিক অসহায়, দু:স্থদের এ সহায়তা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কক্সবাজারে অসহায়, কর্মহীনরা খাদ্য সহায়তা সরুপ চাল,ডাল,চিনি,লবন,সুজি ও তেল পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। বিতরনকালে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকতা,নেতৃবৃন্দও সেচ্ছা সেবক কর্মীরা উপস্থিত ছিলেন।