ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
Reporter Name

নেপালে ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে দ্বিতীয়ার্ধের শেষদিকে এক গোল ফিরিয়ে দিলেও ঘুরে দাঁড়াতে পারেনি জেমি ডের শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় গড়ানো শিরোপার মঞ্চে নেপালের গোল দুটি করেছেন সনযোগ ও বিশাল, বাংলাদেশের সবেধন গোলটি মাহবুবুর রহমান সুফিলের।

ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠান নেপাল মিডফিল্ডার সনযোগ। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার বিশাল রায়।

মধ্যবিরতি পর ম্যাচের ৮৩ মিনিটে জামালের কর্নারে বল পেয়ে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন সুফিল।

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটিতে যাত্রা করেছিল বাংলাদেশ। পরে নেপালের বিপক্ষে করে ড্র। বাংলাদেশ এক জয় ও এক ড্র নিয়ে ফাইনালে এসেছিল। নেপাল সেখানে টানা ২ ড্রয়ে শিরোপার মঞ্চে যায়।

গত নভেম্বরে ঘরের মাঠে প্রীতি দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০তে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র ছিল। কাঠমান্ডুর ফাইনালে সেই সুখস্মৃতি দীর্ঘ করতে পারলেন না জামালরা।

তাতে শিরোপা খরা আরও দীর্ঘ হল বাংলাদেশের। ২০০৩ সালের সাফে শেষবার শিরোপা জেতা বাংলাদেশ আর পায়নি ট্রফির খোঁজ।

x