ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
কালীগঞ্জে এলাকায় ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
Reporter Name

লিছান হোসেন, ঝিনাইদহ (কালীগঞ্জ)প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অমিত হাসান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান উপজেলার বাদুরগাছা গ্রামের জাকির হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বাদুরগাছা গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে বারবাজারের দিকে যাচ্ছিলেন অমিত । পথিমধ্যে বারবাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় সে। এ সময় পিছন দিক থেকে আসা যশোরগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

x