ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
মোবাইলে প্রমোশনাল মেসেজ বন্ধ করবেন যেভাবে
Reporter Name

‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এসব এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সার্ভিসটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেভাবে প্রমোশনাল মেসেজ বন্ধ করবেন
গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে। রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।


নিউজ সোর্সঃ মোবাইলে প্রমোশনাল মেসেজ বন্ধ করবেন যেভাবে

x