ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু
Reporter Name

ভারতের দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার হাসপাতালের এক কর্মকর্তা এই তথ্য জানান। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর পরিস্থিতি কতটা ভয়াবহ সেই চিত্রই তুলে ধরেন তিনি।

জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. ডিকে বালুজা বলেন, আমাদের সরকার থেকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছিল। বিকেল ৫টার মধ্যে সেটার সাপ্লাই আসার কথা ছিল। কিন্তু সেটা হাসপাতালে এসে পৌঁছায় মধ্যরাতে। ততক্ষণে ২৫ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি অন্তত ২১৫ করোনা আক্রান্ত রোগীর অবস্থা গুরুতর এবং তাদের তীব্রভাবে অক্সিজেন দরকার বলেও জানান তিনি।

হাসপাতালটি এখন দিল্লি হাইকোর্টের সাহায্য চেয়েছে। জয়পুর গোল্ডেন হাসপাতাল তাদের আবেদনে বলেছে, আগামী কয়েক মিনিটেই খুব বড় মানবিক সংকট ধেয়ে আসছে আমাদের হাসপাতালে। এরই মধ্যে ২৫টি জীবন হারিয়ে ফেলেছি। আমরা অক্সিজেনের জন্য হাঁপাচ্ছি। দয়া করে সাহায্য করুন, দয়া করুন।

জয়পুর গোল্ডেন হাসপাতাল দ্বিতীয় হাসপাতাল যারা অক্সিজেনের অভাবে এমন সাহায্যের আবেদন করলো। এর আগে সকালে মুলচান্দ হাসপাতাল জরুরি সাহায্য চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। সেখানেও ১৩০ জন করোনা রোগী লাইফ সাপোর্টে রয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিতে বেশ কিছু হাসপাতালে অক্সিজেন সাপ্লাই, বেড ও ওষুধের সংকট দেখা গেছে।

আদালত কেন্দ্রকে তাদের আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে। কোনোরকম বাধা ছাড়াই মেডিকেল অক্সিজেন সরবরাহ করার নির্দেশ তাদের। বিচারকরা বলেন: ভিক্ষা করেন, ধার করেন বা চুরি করেন। তা না হলে সমস্ত নরকের দরজা খুলে যাবে।

দিল্লিতে একদিনেই এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৩১ জন, মৃত্যু হয়েছে ৩৪৮ জনের।

5 responses to “দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু”

  1. … [Trackback]

    […] Here you will find 92405 more Information to that Topic: doinikdak.com/news/9109 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/9109 […]

  3. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/9109 […]

Leave a Reply

Your email address will not be published.