ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
করোনার কারণে ভারতে দশম শ্রেণীর আইসিএসই বোর্ড পরীক্ষা বাতিল
Reporter Name

করোনাভাইরাস মহামারীর সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ভারতের দশম শ্রেণীর আইসিএসই বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে।  এর কয়েকদিন আগে এই পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা করে বোর্ড।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সেইসঙ্গে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি করার নির্দেশও দেয়া হয়েছে। যদিও আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জুন মাসে।

দি কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস(সিআইএসসিই) বোর্ড কয়েকদিন দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দিয়েছিল। করোনাভাইরাস মহামারীর তীব্রতার মধ্যে বাবা-মা ও শিক্ষার্থীদের অনুরোধে তারা বিষয়টি পুন:বিবেচনা করে।

এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

Leave a Reply

Your email address will not be published.

x