ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
আবারো আয়োজন করা হলো অনলাইন সিলেটি কুইজ প্রতিযোগিতা-২.০
Reporter Name

মোঃ মাহফুজ আলম নয়ন মৌলভীবাজার: “আন্তর্জাতিক নাগরি একাডেমি লন্ডন” প্রত্যেক বছরের ন্যায় এবারও 7 মে নাগরি দিবস উপলক্ষে অনলাইন সিলেটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। আন্তর্জাতিক নাগরি একাডেমী’র সাধারণ সম্পাদক নঈম লস্কর জানিয়েছেন,

আন্তর্জাতিক নাগরি একাডেমি লন্ডন প্রত্যেক বছরের ন্যায় এবারও 7 মে নাগরী দিবস উপলক্ষে অনলাইন সিলেটি ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে।

উক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুইহাজার টাকা, দ্বিতীয় পুরস্কার এক হাজার টাকা, তৃতীয় পুরস্কার সাতশত টাকা।

উল্লেখ্য যে 2015 সালের 7 মে সিলেটি ভাষার স্বীকৃতি ও সিলেটি ভাষার নাগরিবর্ণ পুনরুদ্ধার করার জন্য নাগরি বর্ণের সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ গঠন করা হয় যার প্রতিষ্ঠাতা  ইতিহাসবিদ ড.মুমিনুল হক।

এই পরিষদ দ্বারা আন্তর্জাতিকভাবে কয়েকশো নাগরি শিক্ষক বানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে নাগরি শেখার প্রতিযোগিতা করা হয় এবং কমিটি গঠন করে গ্রাম-শহরে যুবক যুবতীদের মধ্যে সিলেটি ভাষার বর্ণ পরিচয় করিয়ে দেয়া এবং নিজের মায়ের ভাষা সিলেটি ভাষায় নাম শিক্ষা দেয়া হয়

উক্ত পরিষদের দ্বারা সিলেটি ভাষার বিভিন্ন বই ও ‘ছিলটি খবর’ পত্রিকা বের করা হয় নিয়মিতভাবে

নাগরি শিক্ষক ও নাগরি সৈনিকদের কষ্টের কাজ স্মরণ করে দেয়ার জন্য 7 মে নাগরি দিবস হিসেবে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x