ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
নীহার ন্যাচারালসের অ্যাম্বাসেডর মেহেজাবীন চৌধুরী
Reporter Name

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহেজাবীন চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে নীহার ন্যাচারালস।

বিষয়টি নিয়ে মেহেজাবীন বলেন, “বাংলাদেশের মার্কেটের ১ নম্বর অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ড-এর অংশ হতে পেরে আমি যতটুকু আনন্দিত তার থেকেও বেশি আনন্দিত এমন একটি হেয়ার অয়েল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে যার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “নীহার ফাইভ সিডস অয়েল আধুনিক নারীদের সৌন্দর্যবর্ধনে সেরা সমাধান এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নীহার ফাইভ সিডস হেয়ার অয়েলের মতো কার্যকরী একটি পণ্য প্রতিনিধিত্বে মেহজাবীনই সুযোগ্য তারকা ব্যক্তিত্ব।”

সম্প্রতি নীহার ন্যাচারালস বাজারে নিয়ে এসেছে অ্যান্টি হেয়ার ফল বিউটি অয়েল ব্র্যান্ড নীহার ফাইভ সিডস অয়েল।

পাঁচটি বীজের সমন্বয়ে তৈরি তেলটি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের একটি নতুন সংযোজন, যা চুল পড়া রোধ করে চুলের সৌন্দর্যবর্ধনে সাহায্য করে বলে দাবি প্রতিষ্ঠানটির।

Leave a Reply

Your email address will not be published.

x