ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
করোনায় ভোলাতে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩
Reporter Name

আর জে শান্ত, ভোলা প্রতিনিধি: ভোলায় করোনায় আক্রান্ত হয়ে আবু হানিফ খাঁন (৭২) নামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ভোলা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (১৭ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে ভোলার সিভিল সার্জন দপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ৭৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২২ জন ভোলা সদর ও ১ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৫২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১ জনের মধ্যে সুস্থ ৪৬ জন। দৌলতখানে আক্রান্ত ৭৩ জনের মধ্যে সুস্থ ৫৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৬১ জনের মধ্যে সুস্থ ১১৬ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। শনাক্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত আরো ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩৪ জন।

এছাড়াও করোনায় হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৬৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x