ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
কালবৈশাখী ঝড়ে ভোলায় লঞ্চডুবি
Reporter Name

আর জে শান্ত,ভোলা: আজ ভোর রাতে ভোলার উপর দিয়ে  হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কবলে পরে ভোলার চরফ্যাশনের উপজেলার ঢালচরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায় । শনিবার সকালে এ দুরঘটনা ঘটনা ঘটে,  তবে এতে কোন হতাহত হয় নি।

স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকাল সাতটার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে লঞ্চটি চরফ্যাশনের কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছিলো। এসময় হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

লঞ্চটি পানির চাপে নদীর মাঝখানে যাতে চলে না যায় সেজন্য গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেঁধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ এভাবে থাকার পর স্রোতের চাপে লঞ্চটি দুমড়ে-মুচড়ে ভিতরে পানি ঢুকে পুরোপুরি ডুবে যায়।

বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় জেলার মূল ভূখণ্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x