ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
করোনা মহামারির তীব্রতার ভেতরই ভারতে পঞ্চম দফার ভোট
Reporter Name

করোনাভাইরাস মহামারির তীব্রতার মধ্যেই ভারতের লোকসভার পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে।

আটদফার ভোটগ্রহণের মধ্যে এটাই সবচেয়ে বড়। ২৯৪ টি আসনের মধ্যে ৪৫টিতে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এই নির্বাচনে ঠিকঠাকভাবে করোনা সংক্রমণ রোধের পদক্ষেপ না নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন।

আগামী ২২, ২৬ ও ২৯ এপ্রিল পরবর্তী তিন দফার নির্বাচনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান সকলের।

আজকের ভোট শেষ হলে পশ্চিমবঙ্গে মোট ১৩৫টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়, পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে, ৬ এপ্রিল তৃতীয় দফায় ও চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট নেওয়া হয়।

আগামী ২ মে সবগুলো নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।


নিউজ সোর্সঃ করোনা মহামারির তীব্রতার ভেতরই ভারতে পঞ্চম দফার ভোট

x