ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন
জামালপুরে শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সংবাদ সম্মেলন
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

পাক-ভারত উপমহাদেশের ঐতিহাসিক ও ৩৩২ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী রীঁ দয়াময়ী মহাদেব্যা মায়ের দেবোত্তর জমি জাল দলিল সৃষ্টিকারী, ভূমিদস্যু সুবল চন্দ্র দে পক্ষদের মন্দিরের জমি হতে উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদ।

১২ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় স্থানীয় মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান অরুপ কুমার দত্ত অপু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, সহসভাপতি অজয় পাল, সদস্য অনিল কুমার প্রমুখ।
জানা যায়, জাল দলিলমূলে সুবল পক্ষরা দীর্ঘদিন ধরে মন্দিরের দেড় শতাংশ জমি জবর দখল করে বসবাস করছে। একাধিকবার মন্দিরের পক্ষে আদালত রায় দিলে নানা বাহানায় দখল ছাড়ছে না। বরং
মন্দির কমিটির সদস্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ চলতি বছরের ২৬ আগস্ট সুবল চন্দ্র দের আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, সনাতন ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মনে আঘাত দেওয়ার পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে বাধাদানকারী ভূমিদস্যু সুবলের হাত থেকে জমি উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করা হোক।

Leave a Reply

Your email address will not be published.

x