করোনা সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রমের আজ তৃতীয় দিনে টিকা দেয়া হচ্ছে ১১ ও ১২ আগস্ট প্রথম ডোজ গ্রহণকারীদের।
সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হলেও গত দুই দিনের মতো আজও ভোর থেকে রাজধানীর কেন্দ্রগুলোর বাইরে মানুষের ভিড় দেখা যায়। নানা কারণে গত দুই দিন যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারাও আজ কেন্দ্রে আসায় ভিড় তুলনামূলক বেশি।
এদিকে, গণটিকা ব্যবস্থাপনায় জটিলতা ও অভিযোগ উঠেছে। টিকার সরঞ্জাম কেন্দ্রে দেরিতে পৌঁছানো, কম জনবল, টিকাদান শুরু করতে দেরি হওয়া এবং কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকদের পরিচিতজনদের সিরিয়াল ভেঙে আগে টিকা দেয়ার অভিযোগ রয়েছে।
গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের প্রথম দিনে টিকা নিয়েছেন যারা ৭ ও ৮ আগস্ট প্রথম ডোজ নিয়েছিলেন তারা টিকা নেন। দ্বিতীয় দিন ৮ সেপ্টেম্বর টিকা নেন যারা ৯ ও ১০ আগস্ট প্রথম ডোজ নিয়েছেন তারা।
গত ৭ আগস্ট দেশব্যাপী একযোগে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেয়া হয়। এই কার্যক্রমের অংশ নিয়ে দেশব্যাপী ৫০ লাখ ৭১ হাজার মানুষ প্রথম ডোজ নেন।
… [Trackback]
[…] Read More Information here on that Topic: doinikdak.com/news/55805 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/55805 […]