বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। একদিনে শনাক্ত প্রায় ৪ লাখ।
এনিয়ে বিশ্বে মোট শনাক্ত ২২ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু ৪৫ লাখ ৮৮ হাজারের বেশি। ডেল্টায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ পর কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন ২শর বেশি মানুষ।
তবে এক সপ্তাহ ধরে প্রতিদিনই রাশিয়ায় মৃত্যু হচ্ছে ৭শর বেশি মানুষের। দেশটিতে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৭শ ৯০ জন।
একদিনে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছে ৬শর বেশি মানুষের। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই অক্সিজেন উৎপাদন ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এদিকে ছয় বছরের বেশি বয়সীদের জন্য চীনের সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে চিলির স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ।