বানারীপাড়ায় কলেজ মোড় প্রিমিয়ার ফুটবল লীগ(c.p.l)সিজন-৩ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা। রবিবার বিকালে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল লীগে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আক্কাস আলী খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। খেলা পরিচালনা করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল সহকারী হিসেবে ছিলেন নাইম ও সুব্রত। ফুটবল লীগে ১৩০ জন খেলোয়াড় ৮ টি দলে অন্তর্ভুক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করছেন।