ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
জামালপুরে ৬০ হাজার মানুষ পানিবন্দী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

যমুনা নদীর পানি হ্রাস পেলেও জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.নায়েব আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্যায় জেলার ৬টি উপজেলার ৯০ টি গ্রামের ৬০ হাজার মানুষ

পানিবন্দী অবস্থায় রয়েছেন।

তিনি বলেন, বন্যার কারণে এ পর্যন্ত ৬৫টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছেন। বন্যার্তদের মাঝে ৮২ মেট্রিক টন চাল ও ৬২ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক মো.সাখাওয়াৎ ইকরাম আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্যার পানিতে জেলার ৩ হাজার ৬’শ ২৩ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এরই মধ্যে রোপা আমন ধান ৩হাজার ৫’শ ৩০ হেক্টর, রোপা আমন বীজতলা ৪৫ হেক্টর এবং শাক সবজি ৪৮ হেক্টর।

Leave a Reply

Your email address will not be published.

x