ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলার সদর থানার মোড়ে জেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলিয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, আহবায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মোহম্মদ গোলাম রসুল, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা. শিরিনা আক্তারসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র মহাসচিব তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.