ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
জাপানে আরও ১০ লাখ মডার্নার টিকা বাতিল
অনলাইন ডেস্ক

জাপানে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনাভাইরাসের টিকায় নতুন করে দূষণকারী পদার্থ ধাতব পাওয়া গেছে। ফলে আরও ১০ লাখ ডোজ বাতিল করেছে দেশটি। এ নিয়ে ২৬ লাখ মডার্নার ডোজ প্রয়োগ স্থগিত করেছে জাপান সরকার।

এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, টোকিওর পার্শ্ববর্তী গুনমা এলাকায় টিকায় দূষণ শনাক্ত হয়। এ নিয়ে জাপানের ৭টি অঞ্চলে মডার্নার টিকায় দূষণকারী পদার্থ পাওয়া গেলো। যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়, সেখানকার মডার্নার সকল টিকার প্রয়োগ গুনমা এলাকায় স্থগিত করা হয়েছে।

তবে টিকায় এমন কিছু পাওয়া গেছে কিনা নিশ্চিত নয় বলছে মডার্না এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

সম্প্রতি মডার্নার টিকা নিয়ে জাপানে দুইজন লোক মারা গেছেন। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, টিকার যেই ব্যাচটি স্থগিত করা হয় তার আগেই সেখান থেকে ভ্যাকসিন দেওয়া হয় তাদের। ভ্যাকসিনে এমন দূষিত পদার্থের ঘটনা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published.

x