ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
বোয়ালমারী হাসপাতালে সাবেক সাংসদ আবদুর রহমানের পক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান 
টুটুল বসু , বোয়ালমারী, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান।
সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের নিকট মো. আব্দুর রহমানের পক্ষে এগুলো হস্তান্তর করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর ফাহিম, ছাত্রলীগ নেতা মো. সিফাত হোসেন প্রমুখ।
এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published.

x