ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশু আবু আল-নিল (১২) এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। অধিকৃত পশ্চিমতীরে গত সপ্তাহে পবিত্র মসজিদ আল-আকসায় আগুন দেওয়ার ৫২তম বার্ষিকীতে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে গত ২১ আগস্ট ৪০ জনকে গুলি করে ইসরাইল বাহিনী।

এদের মধ্যে ইসমাইল (৩২) এবং  ইমাদ হাসহাস (১৬) নামে আহত দুই ফিলিস্তিনি আগেই মারা গেছেন। খবর আল জাজিরার।

শনিবার মারা গেল আবু আল নিল। এর আগে গত মঙ্গলবার মারা যায় ১৬ বছর বয়সি ইমাদ হাসহাস। মাথায় গুলিবিদ্ধ এ কিশোর অসহ্য যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়। এ ছাড়া গত বুধবার ইসমাইল নামে এক গুলিবিদ্ধ যুবকও চিকিৎসাধীন মারা যান।

সম্প্রতি ফিলিস্তিনে আবারও বর্বর হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে চলতি বছরে এ পর্যন্ত ৫৫ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x