ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
কুবিতে সশরীরে শুরু হচ্ছে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে সশরীরে শুরু হচ্ছে করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরীক্ষা। কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ হবে।

রবিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

নূরুল করিম চৌধুরী জানান, আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা অনলাইন বা অফলাইন হবে কিনা তা সিদ্ধান্ত নিবে অনুষদ। অনুষদ চাইলে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে স্নাতকোত্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দিয়ে সশরীরে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, বিকাল তিনটায় পরীক্ষা কমিটির সভা রয়েছে। সেখানে নির্দিষ্ট হবে পরীক্ষার তারিখ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গত বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x