ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
অধ্যাপক গোলাম সাব্বির রাবির নতুন ভিসি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

আজ রবিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি তাঁর বর্তমান পদে সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং ভিসি হিসেবে অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক। বর্তমানে তিনি পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্বও পালন করেন। পরবর্তী সময়ে তিনি নিজ বিভাগের সভাপতি হন। এ ছাড়া তিনি তিনবার প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x