ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ নদের উন্মুক্ত জলাশয়ে রবিবার (২৯আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস আয়োজিত এ মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জোয়াদুর রসুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন মডেল থানার ওসি (তদন্ত) ইমরান আলম, মহিলা নেত্রী রুবিনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সরকারের গৃহিত সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে উপজেলার কয়েকটি উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply