“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালনের লক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ওবায়দুল হকের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি মো. কাওসার তালুকদার, ইত্তেফাক প্রতিনিধি মো. হালিমুর রহমান শাহিন, কালের কণ্ঠ প্রতিনিধ হযরুত আলী হিরু, ভোরের ডাক প্রতিনিধি মো. রুহুল আমীন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান়, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে় পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময় পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।
Leave a Reply