ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
ফুলবাড়ী ট্রাজেডি দিবসে জয়পুরহাটে বিক্ষোভ-সমাবেশ
নাহিদ আখতার(জয়পুরহাট) 
ফুলবাড়ি ট্রাজেডি দিবসে আন্দোলনকারীদের নামে মিথ্যে মামলা প্রত্যাহারসহ ফুলবাড়ি চুক্তির ৬ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা  জাতীয় কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় জেলা সিপিবির সাধারন সম্পাদক এম.এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদের আহবায়ক ওয়াজেদ পারভেজ, সাম্যবাদী আন্দোলনের নেতা ওবাইদুল্লাহ মুসা, সিবিবি নেতা দেওয়ান বদিউজ্জামান বদি প্রমুখ। উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি ইউনুছার রহমান, ছাত্র ইউনিয়ন সভাপতি রিফাত আমিন রিয়ন, ছাত্র ফন্টের জেলা সাধারণ
সম্পাদক রাশেদ ইসলাম, ছাত্র কাউন্সিলের জেলা সভাপতি রেহেনা পারভিন খুশিসহ অনেকে।
বক্তারা বলেন, ফুলবাড়ি ট্রাজেডির ১৫ বছর পার হলেও ফুলবাড়ি বাসীর ৬ দফা চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। উল্টো আন্দোলনকারী নেতাদের নামে একের পর এক মিথ্যে মামলা করা হয়েছে।
অবিলম্বে মিথ্যে মামলা প্রত্যাহার, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবি জানান
তারা।

Leave a Reply

Your email address will not be published.

x