ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার শাসক দল হামাসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে এ হামলা চালানো হয়।
ইসরাইলি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলি বাহিনীর দাবি হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।