ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
আমিরাতে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে ৫ হাজার ডলার জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার বিস্তার ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হবে।

মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টিনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই অর্থদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেওয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।

এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাত আসলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে।

এ ছাড়া এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও এ শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published.

x