ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
তালেবানের পক্ষে পোস্ট দিয়ে গ্রেপ্তার ১৪
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগান তালেবানদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় ভারতের আসামের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, আসামের ১১টি জেলা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক মেডিক্যালের ছাত্র। এছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য বিশেষ দল তৈরি করা হয়েছে। আশামন পুলিশের ডিআইজি ভায়োলেট বড়ুয়া নিজে এসব বিষয় তদারকি করছেন।

আসাম পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আমরা সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছি। কোথাও তালেবানের সমর্থনে পোস্ট হলেই ব্যবস্থা নেওয়া হবে।

আসাম পুলিশ জানিয়েছে, এভাবে সোশ্যাল মিডিয়ায় তালেবানের সমর্থনে প্রচার শুরু হলে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে।

ডিআইজি ভায়োলেট বড়ুয়া নেটিজেনদের কাছে আবেদন জানান, ‘এই ধরনের কোনও পোস্ট নজরে পড়লে পুলিশকে জানান।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published.