ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
ফেনীতে প্রবাসীকে গলাকেটে হত্যা কান্ডে, স্ত্রী পলাতক
দেলোয়ার হোসাইন ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের নাজির রোড়ে মোঃ সোহেল(৩৫) নামে এক দুবাই প্রবাসীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক।

শুক্রবার (২০ আগস্ট) সকালে শহরের ছুফি সদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।

ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী গণমাধ্যমকে জানান,প্রাথমিক ভাবে ধারণা করছেন হয়তো এই দম্পতির মধ্যকার পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। শিউলি আক্তারকে গ্রেফতার করা গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.