পাবনার আটঘরিয়ায় এবারের গ্রীষ্ম মৌসুমে ১০৫০ হেক্টর জমিতে হয়েছে শিম চাষ। শিম শীতকালিন সবজি হিসেবে গ্রাম বাংলায় এমনকি শহরের মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় একটি সবজি। শীত মৌসুম শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি থাকে। বেশি দামে শিম বিক্রির আশায় পাবনার আটঘরিয়ায় চাষীরা গ্রীষ্মের শিম চাষে ঝুঁকে পড়েছেন। ইতোমধ্যে অধিকাংশ জমির প্রতিটি গাছ ফুলে ফুলে ভরে গেছে। কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে চলতি মৌসুমে শিম বিক্রি করে চাষীরা বেশ লাভবান হবেন বলে আশায় বুক বেঁধেছেন।
শীত মৌসুম শুরুর আগে ভাগেই কৃষক ক্ষেত প্রস্তুত করে বপণ করেন শিমের বীজ। পুরো শীতে শিম বিক্রি করে বেশ লাভবান হন। শীতের শিম এখন চাষ হচ্ছে গরমে। নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। শিমে অন্যান্য সবজির মত ভাইরাস নেই বললেই চলে। সব ধরনের মাটিতেই শিমের চাষ হয়। বাড়ির চালে, মাচায়, রাস্তা বা পুকুর পাড় এমনকি জমির আইলে শিম চাষ করা যায়। বাজারে শিমের চাহিদা ভাল দামও বেশি পায়, তাই গ্রীস্মের শিম চাষে ঝুঁকছেন আটঘরিয়া জনপদের চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আটঘরিয়ায় এবারের গ্রীষ্ম মৌসুমে ১০৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। রূপবান, ইসপা-২, অটো ও চকলেট জাতের শিম বেশি চাষ হচ্ছে।
উপজেলার মাজপাড়া, চাঁদভা, দেবোত্তর ইউনিয়নসহ আটঘরিয়া পৌরসভায় বেশ কিছু মাঠে যেয়ে দেখা যায়, চাষিরা গ্রীষ্মের শিম অত্যান্ত যত্ম সহকারে মাচায় চাষ করেছেন। অধিকাংশ জমির শিমে ইতোমধ্যে ফুলে-ফলে ভরে উঠেছে। আর সপ্তাহ দুয়েক পরেই কৃষক তার পরিশ্রমের ফল ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন। কথা হয় চাঁদভা ইউনিয়নের নাহদহ্ গ্রামের শিম চাষী মোঃ ইদ্রিস আলীর সাথে। তিনি বলেন, শিম মুলত শীতের সবজি, কিন্তু গ্রীষ্মেও এর চাষ হচ্ছে ফলনও আশানুরূপ তাই আগাম শিম চাষ করেছি। চলতি মৌসুমে তিনি ২ বিঘা জমিতে রূপবান জাতের শিমের চাষ করেছেন। এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। কোন দূর্যোগ দেখা না দিলে লাখ টাকার বেশি শিম বিক্রি করতে পারবেন বলে মনে করছেন। তিনি বলেন গ্রীস্মের শিম চাষে পোকা মাকড়ের উপদ্রæপ কিছুটা বেশি থাকে, তবে নিয়মিত জমি পরিচর্যা করলে পোকায় শিম বেশি ক্ষতি করতে পারেনা। নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করলে শিতের মতই শিম গাছের গ্রোথ খুবই ভাল থাকে। ওই মাঠে কৃষক মোঃ আকতার হোসেন ৩ বিঘা জমিতে শিম চাষ করেছেন। কৃষক মোঃ কামাল হোসেন, মোঃ এবাদুল্লাহ, মোঃ কুদ্দুছ আলী, মোঃ মজনু, আসাদুজ্জামানসহ অনেক কৃষকই বিঘা বিঘা জমিতে শিম চাষ করেছেন।
উপজেলার মাজপাড়া ও চাঁদভা ইউনিয়নের বেশ কিছু গ্রামের চাষীরা তুলনামূলক নিচু জমিতে গ্রীষ্মের শিম চাষ করেছেন বলে খবর পাওয়া গেছে। কৃষকরা যে সব জমিতে বছরের বেশির ভাগ সময় পনি জমে থাকে সেই জমিতে শিম চাষ করে লাভবান হয়েছেন। গত ৬/৭ বছর ধরে চাষীরা নিচু জমিতে উঁচু বেড তৈরী করে সেই বেডে রোপন করেন শিমের বীজ। একাধারে বৃষ্টিপাত হলেও এসব জমির শিম নষ্ট হওয়ার সম্ভবনা খুবই কম থাকে বলে কৃষকরা জানান।
পাবনার আটঘরিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সজিব আল মারুফ বলেন, নতুন নতুন ফসল উৎপাদনে আটঘরিয়ার কৃষকরা বেশ পারদর্শী। আমি আটঘরিয়া উপজেলার সকল কৃষককে সাধুবাদ জানাই। অনেক আগে থেকেই এ অঞ্চলে গ্রীষ্মের শিম চাষ হচ্ছে। কৃষক যাতে এ সব ফসল উৎপাদনে কোন সমস্যায় না পড়েন তার জন্য কৃষি অফিস সর্বদা কাজ করে যাচ্ছেন।
Leave a Reply