ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারের মাধ্যমে স্ট্যাটাস আপডেট জানানোর নতুন ফিচার আসছে। বর্তমানে আলাদা ট্যাব ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেট দেখতে হয়। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং প্রতিষ্ঠান ওয়াবেটাইনফো জানায়, যখন কোনো ব্যবহারকারী অন্য আরেকজনের প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন, তখন হোয়াটসঅ্যাপ একটি অপশন বক্স দেখাবে। যেখানে ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যক্তির স্ট্যাটাস আপডেট দেখতে চান কিনা, সে বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এ ফিচার নিয়ে এখনো কাজ চলছে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ (২.২১.১৭.৫) অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের কোডে এ ফিচারের দেখা মিলেছে। ব্যবহারকারীরা যেন সহজেই অন্যের স্ট্যাটাস আপডেট সম্পর্কে জানতে পারে, সেজন্য এখন এ ফিচারকে চ্যাট সেকশনে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

x