মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে ইরান- এমন অভিযোগ তুলেছে ইসরায়েল। তাদের দাবি, ইরানের ইস্পাহান শহরের কাছে একটি বিমানঘাঁটিতে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রবিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্থজ বলেছেন, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের ‘সন্ত্রাসী’দের ইরানি ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইস্পাহানের উত্তরে কাশান বিমানঘাঁটিতে চলছে এ কার্যক্রম।
এক সংবাদ সম্মেলনে এসব বলেন গ্যান্থজ। তিনি দাবি করেন, গাজা উপত্যকায় ড্রোন উৎপাদনের ‘জ্ঞান’ পাচারের চেষ্টা করছে তেহরান। এসময় কাশানের রানওয়েতে থাকা ড্রোনের স্যাটেলাইট ছবিও আছে বলেন গ্যান্থজ। এব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।