ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
কাবুল বিমানবন্দরে গোলাগুলি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মার্কিন সৈন্য চলে যাওয়ার পর থেকেই আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় দখলে নিতে তালেবানরা দ্রুতই রাজধানী কাবুলের দিকে অগ্রসর হয়। অবশেষে আজ রোববার (১৫ আগস্ট) দেশটি দখলে নেয় তালেবান। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছাড়েন। তবে এরমধ্যেই কাবুল বিমানবন্দরে গোলাগুলি হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাবুল বিমানবন্দরে গোলাগুলি শুরু হওয়ার পরপরই মার্কিন দূতাবাস নিরাপত্তা সতকর্তা জারি করে। দূতাবাস থেকে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সূত্র: বিবিসি

মার্কিন দূতাবাস নিরাপত্তা সতকর্তায় বলেছে, কাবুলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই পাল্টাচ্ছে। যেসব মার্কিনীরা কাবুল ছাড়তে চান তাদের অনলাইনে নিরন্ধনের আহ্বান করা হয়েছে।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। কাবুলের একটি হাসপাতাল টুইট করে এ তথ্য জানায়। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর এ ঘটনা ঘটে।

টুইটে আরও বলা হয়েছে, হাসপাতালে আসা লোকজনের বেশির ভাগই কারাবাগ এলাকায় সংঘর্ষে আহত। তবে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায় কাবুলের বিভিন্ন অংশে গোলাগুলি হয়েছে।

কাবুল চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। রাজধানীতে ঢুকতেও শুরু করেছে তালেবান।

Leave a Reply

Your email address will not be published.

x