ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
কাবুলে মুছে দেওয়া হচ্ছে দেওয়ালে থাকা ছবি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রায় দু’দশক পর আফগানিস্তানে আবার শুরু হচ্ছে তালেবানের শাসন ব্যবস্থা। এর আগেই রাজধানী কাবুলের দেওয়ালে থাকা সকল ছবি মোছা হচ্ছে।

রোববার (১৫ আগস্ট) টোলো নিউজ নামে আফগান বার্তা সংস্থার প্রধান লোৎফুল্লাহ নাজাফিজাদা একটি ছবি টুইট করেছেন।

ছবিতে দেখা যায়, কাবুলের একটি দেওয়ালে থাকা নারীদের ছবি সাদা রঙ দিয়ে ঢেকে দিচ্ছেন একজন লোক।

x