ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর লাগাম যেন কোনো ভাবেই টেনে ধরা যাচ্ছে না। ইতোমধ্যেই বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৯১২। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৭৬ জন।

 

বিজ্ঞাপন

 

 

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৯১৬। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৫ হাজার ৮৮০ জন।

 

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪৯ হাজার ১৭৬। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৮৩২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।

এই তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৩৯৮ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published.

x