ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে একদিনে করোনায় ২২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু হয়নি।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টা করোনায় মারা গেছেন আরও ২২ জন। তাদের ১১ জনই সিলেট জেলার। এছাড়া ২ জন হবিগঞ্জের ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।

x